জোছনার আলোয় বিস্তৃত মাঠে
তোমার হাতে হাত,
অপার্থিব সুখের সাগরে
কেটেছে পুরোটা রাত।
জোছনার আলোয় নিস্তব্ধতায়
নিঃশ্বাসের ওঠা-নামা,
হেটে চলেছি অক্লান্ত পায়ে, তবু
হয় না একটুও থামা।
জোছনার আলোয় অসহ্য সুন্দরে
পাশে আছো শুধু তুমি,
সুনসান বাতাস ডেকে শুধু কয়
ভালবাসার নতুন ভূমি।
জোছনার আলোয় বালুকার চরে
মুখোমুখি আমরা দু জন,
অধরে অধর শিহরিত হয়
তোমার ছোঁয়ায় সুজন।