না শেখালে কবিতা লেখা
হয়তো তুমি বাঁচতে,
অস্ত্র হাতে তুলে দিয়ে
চাও না এখন আর মরতে?
আমার সাথে তোমার করা
সব অবিচারের বিচার,
কাব্য কথায় রুখেই তবে
শেষ হবে অপেক্ষার।
জেল ফাঁসি না যাবজ্জীবন
সময়ই তা বলবে,
কাব্যের কারাগারে বন্দী হয়ে
বাকী জীবন তোমার চলবে।