তোমাকে দেখেছি ভোরের আকাশে
দেখেছি সন্ধ্যা রাতে,
তোমার সুরে দুঃখ ভুলে
আনন্দে সবাই মাতে।


কাব্য আকাশ নীলে খেলে না
দেয় না সিঁদুরে লাল,
গাল ফুলিয়ে কেঁদে বলে
কোথায় ছিলে কাল?


তোমার কলম শব্দ খোঁজে
সবুজ মাঠে যেয়ে,
ছন্দগুলো প্রাণ ফিরে পায়
তোমায় কাছে পেয়ে।


ভাবনা তোমার লাল গোলাপে
শুভ্র দোলনচাঁপায়,
কেমন করে লেখো তুমি
সেটাই আমায় ভাবায়।


কাব্য তোমার চোখে হাসে
ঘুমায় তোমার বুকে,
কাব্য যেন সবার মাঝে
তোমায় ধরে রাখে।


বাঙলা হাসে বাঙলা কাঁদে
বাঙলা করে জয়,
তোমার কাব্যে কবি তুমি
অমর অক্ষয়।