হাসিটা দেখে ঈর্ষায় জ্বলে মরে
মুখ ফুটে কিছু কয় না,
দেয়ালের গায়ে মাথা ঠোকে শুধু
সুখ দেখে আর সয় না।
আঘাত পেয়ে বসে বসে বুঝি
নয়নের জল ঝরাবে,
কাঁটার বাগানে ফুলে ফুলে ভরা
সুরের সাগরে ভাসাবে;
হিসেবে তার অলীক এ সব
মেলাতে কিছুতেই পারে না,
ছিঁড়ে ফেলে তার সাদা পাকা চুল
অবশিষ্ট আর কিছু রয় না।