চুরি বিদ্যা বড় বিদ্যা
যদি না পড়ে ধরা,
কারো হাতের একটু ছোঁয়ায়
কেউ হয়ে যায় সারা।
চুরির দায়ে কাঠগড়াতে
হাতে হ্যান্ডিক্যাপ,
চোর মহাশয় বেজায় খুশী
পেয়ে প্রেমের ম্যাপ।
দোষী কি না স্বীকার কর
"হ্যা" অথবা "না" তে,
চোর মহাশয় আড়চোখে চায়
জজকে কাছে পেতে।
জজ বোঝে না চোরের মনে
কিসের আনাগোনা,
বুকের মাঝে মাঘের বাতাস
জমছে প্রেমের দানা।