আপন লিপ্সা চরিতার্থ
করতে কখনো চাই নি,
দায় এড়িয়ে জীবন থেকে
পালিয়েও আমি যাই নি।
হোঁচট খেয়ে পড়েছি কখনো
কখনো ঝরেছে রক্ত,
ঝড় তুফানেও নায়ের বৈঠা
রেখেছি ধরে শক্ত।
উত্তাল সাগর পাড়ি দিয়ে যবে
পড়েছি শান্ত সাগরে,
অতীতের গল্প ঢাকা পড়ে গেছে
আমার বুকের গভীরে।
আজকে আমার চলছে বিচার
কোনটা কোনটা করি নি,
বেলা শেষে বসে ভাবি একা তাই
কেন পালাতে পারি নি?