আপনভোলা এক কবি
আপনমনে চলেন লিখে
দ্যাখেন না ডান বাম,
খোঁজেন না কেউ আছে কি না
যদু, মধু, রাম, শ্যাম।
আশেপাশে কত জনার চলে
কত কথা,
আপনভোলা কবির তাতে
নেইকো মাথা ব্যথা।
আমরা সবাই একটু লিখে
আড়েঠাড়ে দেখি,
পাতায় কেন আসছে না কেউ,
কোন ছাই পাশ লিখি?
কবি তখন ডুব দিয়েছেন
ভাব সাগরের মাঝে,
সাগর সেঁচে মরছেন কবি
মুক্তো মানিক খুঁজে।
সেই কবিটার আজকে জেনো
শুভ জন্মদিন,
দেয় না কবি জানতে মোটেও
চায় না রাখতে ঋণ।
খুব গোপনে আড়ি পেতে
জানতে পারে যেই,
ঢোল পিটিয়ে রটিয়ে দেয়
ভক্ত, অনুরাগী সেই।
কবি তুমি আর থেকো না
এমন করে ঢেকে,
ভক্তরা সব ফুল সমেত
যাচ্ছে তোমায় ডেকে।
কবি ছাড়াও আছে যে তার
আরো পরিচয়,
সবাই জানুক, চিনুক তারে
ইচ্ছে বড় হয়।
কিন্তু কবি ভালো হলেও
স্বভাবে একরোখা,
ইচ্ছে ছাড়া করলে কিছু
দেবে না আর দেখা।
কবি তুমি থাকো তোমার
মনের ইচ্ছে মতোন,
দিও তোমার ভক্তকে শুধু
একটু তোমার যতন।


২৪-৫-২০১৭


** নিভৃতচারী শ্রদ্ধেয় কবির জন্মদিনে সামান্য শ্রদ্ধার্ঘ।