কবিতে কবিতে প্রেম ভালবাসা
কবিতায় বাঁধে ঘর,
ঝড়ের কবলে ভেঙ্গে গেছে,
আজ দু জন দু জনার পর।
এপারে বসে কবি কেঁদে যায়
কবিতার চরণ ধরে,
ও পারে বসে আরেক কবি
দ্যাখে শুধু চেয়ে চেয়ে।
কবিতে কবিতে হঠাৎ সেদিন
লেগেছিল এক যুদ্ধ,
বাক বিতন্ডা মিছিল মিটিং এ
কবিতারা অবরুদ্ধ।
দূত পাঠিয়ে তার বার্তায়
দ্বি পাক্ষিক বৈঠক,
দুই কবিতে সমঝোতা
হলো না ঠিক ঠাক।
আলাপ হলো রুদ্ধদ্বারে
কাব্যের টেবিলে,
লিখতে হবে কাব্যধারা
সব কিছু বাদ দিয়ে।
কবির সাথে কবির যদি
না হয় বনিবনা,
পাঠকেরা যাবে কোথায়
হয়ে মুরগীর ছানা?
এক কবি তাই কলম ধরে
সন্ধি চুক্তি করে,
আরেক কবি গোঁ ধরেছে
খিল লাগিয়ে ঘরে।