চাপার জোরে কেলানো হাসি
তিন পরতে রঙ এর ঠুসি
আড়াল করে দুঃখগুলো
ভাবনারা সব এলোমেলো।
একলা ঘরে বোবা কান্না
চোখের জলে চলে রান্না;
যেমনি বাজে কলিংবেলটা
দরজা মেলে সেই খেলটা
সুখের রাণী সুখের দেশে
উড়ছে যেন হাওয়ায় ভেসে।
বুকের ভেতর রক্ত ঝরে
অপমানে যায় যে মরে,
লাঞ্ছনা আর গঞ্জনাতে
জীবনটা তার আছে মেতে;
তারপরো সেই মেকি হাসি
দেয় ছড়িয়ে রাশি রাশি।
ফুলদানীতে বাসি ফুলে
স্প্রে তে গন্ধ মেলে
আর চলে না আর চলে না
দেহ নামের ভেলাখানা।
চাইছে ছুটি চিরতরে
চোখ দুটো তার ঘুমকাতুরে,
তাও মেলে না একটু দয়া
ঝাঁ ঝাঁ রোদে একটু ছাঁয়া;
হাল ছেড়ে তাই কলুর বলদ
খোঁজে কোথায় আছে গলদ।