ঘ্যান ঘ্যান করে মাছির মতো
বলে নথিটি ছাড়তে,
দেখাই তারে নিয়মের পথ
বলি সেভাবে চলতে।
সেখানে পারে না, পায় না পাত্তা
জ্বালায় এখানে এসে;
গোঁজামিল দিয়ে নথি পেতে চায়
তীর্থের মতো থাকে বসে।
যতই বোঝাই সীমানা আমার
নিয়মের জালে আটকা,
মাছির মতো কেন তবু আসে
মনে জাগে ভারী খটকা।
ভ্রূ কুঁচকে হাড়ি মুখ করে
বিরক্ত দেখাই যত,
মাছির মতো ঘ্যান ঘ্যান যেন
বেড়ে যায় তার তত।