যতটা তুমি চাউর করো
ততটা আসলে নয়,
ভালবাসাবাসি প্রচারে প্রসারে
বাণিজ্য ভালই হয়।
ভদ্রলোকের ভালবাসা কখনো
পাবলিকের কাছে যায় না,
"মেড ফর ইচ আদার" বললেই
বুঝমান আর খায় না।
কোন ধান্ধায় ঘোরো তুমি
কাকে করো ব্যবহার?
বলি না মুখে কোন কিছু তাই
ভাবো বুঝি রঙ এর বাহার।
থু থু ছেটাতেও ঘেন্না লাগে
কর যখন তুমি বড়াই,
ইচ্ছে হয় না মুখোশ খুলতে
করতে কোন লড়াই।
মিটিমিটি হাসি দেখে তামাসা
পাল্টাও কত ভোল,
গিরগিটিও লজ্জায় বলে
মুখ লুকাবো দ্বার খোল।