মায়ের কোলে দোল খেয়েছি
বাবার কাছে আদর,
বাক্স ভরা পুতুলগুলোর
ছিল ভারী কদর।


লাল ফিতেতে চুল বেঁধেছি
সিট কাপড়ের জামা,
ইচ্ছেমতো যেতাম ছুটে
ডাকতো যখন মামা।


কোচায় ভরে শিউলি নিয়ে
গাঁথি কত মালা,
মা কখনো বলে নি তো
আছে কোন জ্বালা।


ঘরে ফিরি সাঁঝবেলাতে
ইচ্ছেমতো ঘুরে,
হঠাৎ কেন মা ডেকে কয়
থাকতে হবে ঘরে?


বাবুর সাথে আর যাবে না
হাবুর সাথেও না,
ওরা নাকি অন্য মানুষ
মিশতে আছে মানা।


ফ্রক দিয়ে আর ঢাকে না
আমার পায়ের সীমা,
ওড়না দিয়ে গা ঢেকে কয়
বাইরে ঘোরা থামা।


মনে আমার প্রশ্ন জাগে
হঠাৎ কেন এমন?
হাবু বাবু খোকারা তো
বন্ধু ছিল কমন।


দিন গড়িয়ে বেলা পড়ে
শেষ হয়েছে খেলা,
বিধি নিষেধ তারকাঁটাতে
আমার মেয়েবেলা।