চোখ দুটো তার মিষ্টি ভারী
মনটা যেন মাখন,
হাত ভরা তার রিনিঝিনি
রঙবেরঙ এর কাঁকন।
হাওয়ায় ওড়ে মেঘে ভাসে
ওড়ে ফুলের বনে,
অভিমানে জল জমে যায়
মিষ্টি চোখের কোণে।
ঘুংগুর পায়ে নাচে মেয়ে
সূর্য গেলে পাটে,
কলসী ভরা জল নিয়ে যায়
সোনা নদীর ঘাটে।
নাম খুঁজেছি দিতে তাকে
যেথায় আছে যতো,
টিয়া বলে মিহিকা সে
মিহিদানার মতো।