ও মেয়ে তোর নামটা কি
একটু শুনতে চাই,
যদি কোন মানে টানে
হাতড়ে খুঁজে পাই।
কলম নিলি হাতে তুলে
কোন ভাবনা থেকে,
কার মুখটা ভেবে রে তুই
যাচ্ছিস ছবি এঁকে?
নাম ফোঁটাবি লিখে লিখে
দেখছিস বুঝি স্বপ্ন?
নামটা নিয়ে ভেবেছিস কি
নিয়েছিস তার যত্ন?
থাকবে লোকের মুখে মুখে
যেই ছিরি তোর নামের,
আভিজাত্যের ছন্দে মোড়া
নাম ফুটেছে তাদের।
অদ্যাবধি যায় নি জানা
নামটা যে কি তোর,
আঁধার কেটে আসবে আবার
নাম ফোঁটানো ভোর?
আর করো না তুচ্ছ আমায়
নামটা আমার মিলি,
জীবন নামের নদীতে ঢেউ
উথাল পাতাল তুলি।
তুচ্ছ আমি ছোট্ট আমি
সব নিয়েছি মেনে,
হার মানতে শিখিনি তো
এইটুকু যাও জেনে।