জন্মদিনে কিংবা বিয়ে
কিংবা কারো আকীকায়,
মণ্ডা মিঠাই গুড় বাতাসা
ইচ্ছেমতো বিলিয়ে যায়।


কেউ খুশী হয় একটু বেশী
হাত তুলে কেউ দেয় দোয়া,
বেঁচে থাকুক, সুখে থাকুক
সবার শুধু এই চাওয়া।


নস্যি আমি ক্ষুদ্র আমি
লিখে ফেলি একটা বই,
মোড়ক খোলার অনুষ্ঠানে
মণ্ডা মিঠাই মিষ্টি কই?


ছিলাম আমি অন্তপুরে
জগৎ ছিল চারকোণায়,
নিয়ম নীতির সবকিছু কি
এক পলকে বোঝা যায়?


কেউ বলেছে লিখতে হবে
কেউ বলেছে এগিয়ে যাও,
বলে নি কেউ মিষ্টি লাগে
পানসে মুখে সবই ফাউ।


এদিক শুনি ওদিক শুনি
কিপ্টে নাকি ক্যাবলা সে,
হায়রে মিষ্টি অনাসৃষ্টি
যাবো এখন কোন দেশে?


১২/০২/২০১৮