তুই হবি আমার
আমি তোর নই
ওরে ও মুজিব পরদেশী,
মাছের ভাগটা
বাগিয়ে নিতে
বিড়ালকে ডাকিস মাসী।
বেলতলা আর
ন্যাড়ার মাঝে
হয় না কখনো দ্বন্দ,
ভাগাভাগিতে
বানর শুধু নয়
আরো কেউ হয় অন্ধ।
কোকিলার ডাকে
মমতাজ পাগল
পাগল দিলরুবার মন,
সত্য নারায়ণের
বিলম্বের সুযোগে
মিথ্যায় সাজে ডন।