বিস্তৃত সাগর অথৈ জলে,
তৃষ্ণার্ত দাঁড়ায় তীরে;
এক আজলা জল পান করে
যেতে চায় বহু দূরে।
হাত বাড়িয়ে পারে না ছুঁতে
এক ফোঁটা জলের বিন্দু,
ছটফট করে তৃষ্ণায় মরে
ঢেউ খেলে যায় সিন্ধু।
হরসুন্দরী হতে চায় না
চায় না কিছু হারাতে,
মৃন্ময়ী নিয়েছে চরের দখল
নেই কিছু আর ধরাতে।
তৃষ্ণায় বুঝি যায় ফেটে বুক
মরুভূমি করে ধু ধু,
মধ্যবর্তিনীর ভূমিকায় পাঠ
আজ জুটেছে শুধু।


১৪/০২/২০১৮