সব কিছু কেন জানি রঙিন রঙিন লাগে,
গুনগুনিয়ে সুর সাধছে;
হয়নি শোনা যে গানটি এই ঘটনার আগে।
বাতাসেও কারো না কি কথার সুর ভাসে;
মনের মাঝে ঝড় বয়ে যায়, লাগে না কিছুই ভালো,
তার ছবিটাই নয়ন তারায় ঘুরে ফিরে আসে।
ইচ্ছে করে বেড়াই ঘুরে তার-ই আশেপাশে,
মন খেলে যায় রঙ্গিন খেলা তাকেই শুধু ঘিরে;
যদিওবা নিবাস তার দূর কোন এক দেশে।
ডাকপিয়নের পথ চেয়ে রয়, উদাস উদাস মন,
পার হয় না সময়তো আর,
বসে বসে গোনে কেবল প্রতিটা দিন ক্ষণ।
হারিয়েছে খাওয়ায় রুচি, দুটি চোখের ঘুম;
ইচ্ছে করে হাতটি ধরে হারিয়ে যেতে
ঝরছে যেথা অঝোর ধারায় বৃষ্টি ঝুম ঝুম।