বাঙলা কথায় মান থাকে না
বাঙলা মানে খ্যাত,
বাঙলা দিয়ে ঠিক টেকে না
উচ্চ বর্ণের জাত।
মায়ের ভাষা বাঙলা হলেও
ঠিক যায় না বলা,
জাতের সাথে মান টেকাতে
ইংরেজ ইংরেজ খেলা।
হাই হ্যালো আর গুড বাইয়ে
স্মার্ট লাগে যেমন,
সালাম আদাব বিনয় শুনতে
লজ্জা বাড়ে তেমন।
আমার বাবা অনেক বড়
অনেক অনেক টাকা
মিডিয়ামে পড়ার জেরে
বাঙলা থাকে ফাঁকা।
একুশ এলে সাদা কালোয়
বাঙলা ফ্যাশন চাই,
দিন বুঝে যে নেয় না গেটআপ
খ্যাত তারে-ই কয় ভাই।