চেয়েছিল যদিও লাঞ্ছিত করতে
পারে নি তা ওরা,
আঘাত করেছিল জোরসে কষে-ই
যায় নি তবুও মারা।
ডোবার জলে পড়েছিল সে
ক্ষত বিক্ষত দেহ নিয়ে,
এই বুঝি যায় প্রাণটা এবার
সব বিসর্জন দিয়ে।
চোখের তারায় ঘোলাটে দ্যাখে
তামাম পৃথিবীটাকে,
ঠিক তখন-ই হঠাৎ দেখা
কাউকে আপন ঠ্যাকে।
হাত বাড়িয়ে বাঁচার তাগিদে
শেষ আকুতি জানায়,
কাঁপা কাঁপা হাতে একটু যেন
স্নেহেরও পরশ পায়।
স্নেহ মমতা কিছুই ছিল না
ক্ষণিকেই বুঝতে পারে,
সুযোগ পেলে যেতে চায় না
কেউ সেটাকে ছেড়ে।
যেটুকু ছিল প্রাণের বাকী
অকস্মাৎ থেমে যায়,
মরারে মেরে উল্লাস করে
নারকীয় সুখ পায়।