আঁধারের বুকে একা বসে আমি
আশপাশ সব শূন্য,
হিসেব করে বুঝে নিতে চাই
পাপী তাপী নাকি পূণ্য।
জীবনের মানে আলো ঝলমল
মেকি মেকি সুখের বন্যা,
অপরাধী করি কপালেরে শুধু
আমি বড় দু:খী কন্যা।
নিরালায় বসে আকাশের দিকে
তারাদের মেলা খুঁজে পাই,
নগরের সব কোলাহল ছেড়ে
পাহাড়ের দেশে হেটে যাই।