ভরা তার যত আছে
বাক্স আর প্যাটরা,
অভাবের ভান ধরে
করে তাই নখরা।
বলি তারে ভাব ছেড়ে
সোজা পথে হেঁটে যাও,
অভাবের ব্যথা নিয়ে
তামাশাতে সুখ পাও!
যার নাই কিছু আর
বাক্সটাও শূন্য,
তাড়নায় ভুলে যায়
পাপ আর পূণ্য।
চোখ বুঁজে সুখ মনে
ভাসায় কেউ ডিঙ্গি,
চাপা শ্বাসে ব্যথা ঢাকে
হারিয়ে কেউ সঙ্গী।