চিন্তায়, চেতনায় কিংবা কোন মননে
জাগ্রত হয় আমার এ আত্মা,
বলতে চায় সার্বজননীতার কথা
তবু বলতে পারে না,
থমকে দাঁড়ায় ক্লান্ত পথিক
হাতড়ে ফেরে নিউরোনের অলিগলি,
তবু পায় না খুঁজে
চিন্তার ছাঁচ ফেলবে সে কোন দর্শনে?
ধনাত্মক এর ধ্বনিত অনুরণনে
হতে চায় নন্দিত এক সত্ত্বা,
মিলিত হতে ব্যাকুল
আত্মার সাথে অজানা এক পরমাত্মা।
ধনাত্মক ভাবনা ছেয়ে ফেলে
আলোকোজ্জ্বল নিউরোনের অলিগলি,
ব্যাংগাত্মক ধ্বনিতে প্রকম্পিত করে
নন্দিতের হৃদকম্প,
অট্টহাসিতে প্রলম্বিত হয় সে ধ্বনি
"নন্দিত" না কি "নিন্দিত"?