দেঁতো হাসি হেসে তাকিয়ে থাকে
রাস্তার কুকুরগুলো,
হেঁটে যায় সে ঝুলিয়ে সামনে
কৌশল নামের মুলো।
সাথী নাই সাথে বুঝে নিয়ে তাই,
ভাবে সাথে পথ চলবে,
মুগুরের ছ্যাঁচায় কুকুরের দল
মুহুর্তে-ই তা ভুলবে।
অবলা নয় সে, মানুষ হিসেবেই
জানে কোন পথে হাটবে;
ছাড় দেবে না একরত্তিও
যেই জন তারে ঘাটবে।