একুশ নিয়ে চাইছো লেখা
ভাবছি আমি লিখবো কী?
রাত বারোটায় বেদিমূলে
অহিউল্লাহ থাকছে কী?


রফিক শফিক সালাম বরকত
করছে যখন আশীর্বাদ,
অহিউল্লাহর কান্না তখন
হয়ে গেছে আর্তনাদ।


তোমার মুখে আমার মুখে
ফোঁটাতে এই কথার ফুল
বলতে পারো সয়েছিল
ঠিক ক জনা বিষের হুল?


ছোট্ট কিশোর দাঁড়িয়ে ছিল
নবাবপুরের ঐ মাথায়,
হঠাৎ করে একটা গুলি
প্রাণটা নিয়ে পালিয়ে যায়।


আজ বারোটায় রাখবে যখন
শ্রদ্ধাভরে ফুলগুলো,
মনে রেখো অহিউল্লাহ
কোথাও বসে কাঁদছিল।


বুকের কাছে হাতটা রেখে
একটু দিও মমতা,
অহিউল্লাহর নামে লেখো
ভালবাসার এক পাতা।


২১/০২/২০১৮


বিঃ দ্রঃ কিশোর অহিউল্লাহ তার তাজা প্রাণের বিনিময়ে আমাদের দিয়ে গিয়েছিল কথা বলার স্বাধীনতা, সূত্রঃ একুশের অমর ভাষা শহীদ, লেখক-এম আর মাহবুব। তার কথাও যেন আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।