হাহাকার আর শূণ্যতা দিয়ে
ভরে গেছে এই মনটা,
বেলা শেষ হতে বাকী নেই আর
বেজে যায় ছুটির ঘন্টা।
দায়ভার ছিল কাঁধে ভরা যা
হলো না করা কিছুই তার,
এ দিক ও দিক ছোটাছুটি শুধু
অনিশ্চিত এক পারাপার।
বসে থাকি একা, পাশে কেউ নাই
সহায় সম্বল শূন্য,
ভুলে ভরা দেখি পুরোটা জীবন
এতটুকু নেই পূণ্য।
মরিচীকার টানে বেসামাল আমি
করে যাই শুধু হায় হায়,
হাতে নাই কিছু হাতে নাই কিছু
বিদায়ের ট্রেন ছেড়ে যায়।


০১/০৬/১৮