তর্জনে গর্জনে যত বেশী হুংকার
তার চেয়ে এই মনে ঢের বেশী ঝংকার।
ধুসর প্রান্তর জুড়ে জরি রেখা চিকচিক
তাল দিয়ে বলি আমি একদম তুমি ঠিক।
চোলি পানে নেশা ওঠে একেবারে তুঙ্গে
ভেঙে চুরে নিতে চায় সব তার সঙ্গে।
বলি আমি থাম থাম কেন বাপু অত তর?
যাবো আমি তার কাছে পথ ছেড়ে তুই সর।
তারপরো মনে হয় থামতে সে জানে না
আমিও যে ছাড়ি না, নাই তার তা জানা!
শনশন বাতাসে ঝরঝর ঝর্ণা,
আর বাপু কত দিবি এই পথে ধরণা?
অবশেষে বোঝে সে চলবে না এ খেলা
ক্ষেপে গেলে এই আমি দেবো এক জোর ঠ্যালা।
যত ছিল গুড়গুড় ঝলকানির শব্দ
সব কিছু শুনশান নিমিষেই স্তব্ধ!
এইবার আমি বীর তুই আমার কব্জায়,
কেউ নাই কেউ নাই,  তোর এবার সব যায়।