ভালবাসে সবাই আপন সন্তানেরে
করে দিতে পারে সব উজাড়,
ধার ধারে না ন্যায় নীতি বোধের
ভেঙ্গে যায় যাক নদীর দু পাড়।
ছেলে থাক তার দুধে ভাতে
মেয়েটাও থাকুক সাথে,
অথচ দেখে না দু চোখ মেলে
কাঁদছে কেউ বসে পথে।
হয়তো হারিয়েছে মা বাবা তার
হয়তো গিয়েছে ফেলে,
নেয় না তবু কাছে টেনে কেউ
স্নেহের হাতটি মেলে।
মানবতা আর মানবধিকার
দুর্বোধ্য সব শব্দ,
কোমল শিশুর করুণ চাহনি
করে দেয় সব স্তব্ধ।
এই দিন তো সব দিন নয়
আঁধার রাতও আসবে,
সম্বলহীন হয়ে তুমিও হয়তো
অকূল পাথারে ভাসবে।
হাত দু খানি দাও বাড়িয়ে
মমতার ডানা মেলে,
ওরাও দাঁড়াবে মাথা উঁচু করে
এতটুকু সাহায্য পেলে।