ভেবো না তুমি আর কখনো
আপোষের পথে আসবো,
সীমাবদ্ধতায় বন্দী তোমাকে
কখনো আর ভালবাসবো।
চাই নি তোমার রক্ত ঝরাতে
আঘাতের বান দিয়ে,
নিরুপায় আমি, অস্তিত্ব আমার
একেবারেই যেতো মিইয়ে।
ভালবাসা মানে অস্তিত্ব বিলীন
মানতে রাজী নই আমি,
দেবতা মেনেছি, পূজোও দিয়েছি
প্রতিদানে কি দিলে তুমি?
অস্তিত্ব সঙ্কটে সঙ্কটাপন্ন
হয়ে উঠি বেপরোয়া,
আঘাতে আঘাতে জর্জরিত হোক
রাখবো না আর কোন মায়া।
তোমার মতো এত শিখি নি
শিখেছি শুধু এই,
সম্মান রক্ষায় আঘাত করতে
পিছু হটতে নেই।