নিশ্চিন্তে আমি ঘুমিয়ে থাকি
ঘুরি স্বপ্নের দেশে,
আমাকে নিরাপদ রাখতে তুমি
জাগো প্রহরীর বেশে।
ইচ্ছেমতো পারো না ঘুমুতে
ইচ্ছেমতো জাগতে,
ভয় নেই আর বাঙলা মায়ের
তুমি তার পাশে থাকতে।
তোমার হাসি তোমার খুশী
আমরা নিয়েছি কেড়ে,
অপশক্তিকে রুখতে তুমি
বীরের বেশে যাও তেড়ে।
দুর্বৃত্তের আত্মা পারে না
থাকতে বুকের খাঁচায়,
তোমার ভয়ে প্রেতাত্মারা
লাফিয়ে ওঠে মাঁচায়।