খাই না আমি পাই না বলে
কিন্তু যদি পাই,
ঘটিবাটি উল্টে দিয়ে
গাপুসগুপুস খাই।


চাই না আমি পাই না বলে
কিন্তু সুযোগ পেলে,
চাওয়াচায়ির ধার ধারি না
থাবাটা দেই মেলে।


যাই না আমি পাই না বলে
অসৎ পথের খোঁজ,
পথটা পেলে হাঁটা ছেড়ে
দৌড়ে যেতাম রোজ।


পাই না বলে তোমরা যারা
করছো ক্রিটিসাইজ,
পাওয়ার পরে আর হবে না
কোনো কম্প্রোমাইজ।


পাই না কেন, পাই না কেন
আহা পাবো কবে,
ভবলীলা সাঙ্গ হলে
জুটবে পাওয়া তবে!