ময়রার বাড়ী উড়বে মাছি
এটাই স্বাভাবিক,
জোড় মেলাতে ডাকলে কাজী
সেটাই হবে সঠিক।
চৌকিদারের হাতে লাঠি
দেখতে ভারী মানায়,
বটি পেতে বসলে গিন্নী
বুঝবে আছে রান্নায়।
বৈদ্য বলে নাড়ী টিপে
পেটের পীড়ায় পেপে,
ব্যত্যয় হলে পেট মহাশয়
উঠবে ফুলে ফেঁপে।
লেখক খোঁজেন কাগজ কলম
লিখতে মনের কথা,
জ্ঞান হারাতে মলম পার্টি
ঘোরে হেথা সেথা।
পুলিশ যখন ডাকবে তোমায়
দিতে হবে ঘুষ,
প্রশাসনের পড়লে প্যাঁচে
থাকবে না আর হুঁশ!
ধান্ধাবাজির খেলায় নেতা
পাবলিক তার গুটি,
ভোটের সময় সেই নেতারাই
করে কান্নাকাটি।
উকিল যদি ছুঁতে পারে
নিঃস্ব হবে জানি,
মন্দের ভেতর আছে ভালো
অল্প হলেও মানি।