সারাদিন দ্বার খুলেও পেতে না কারো দেখা,
দিন শেষে দিয়ে যেতাম আলতো করে টোকা।
আজ দেখি সে দুয়ারে কত আনাগোনা
তাই বুঝি আজ তোমার চোখটাও কানা?
চাইলেই সব কিছু যায় কি গো ঢাকা?
ভাবিনি তো মন তোমার এত আঁকাবাঁকা।
ভয় না কি ভাব, তোমার কোনটাতে বাস?
আবরণ খুলে দেখি পঁচা গলা লাশ।
আর কত নিজেকে নামাবে নীচে?
এসেছিল কেউ কি নিজ থেকে যেচে?
নেশা ছিল দু চোখেতে, তন্দ্রায় ঢুলু ঢুলু
টেনে নিয়ে বুকে তুমি সেজেছিলে ভুলু।
ভয় নেই আর কোন, ভাবনাও তাই
জানবে না কেউ কিছু পাই বা না পাই।
মানে না তো পোড়া চোখ, শুধু জ্বালা করে
থেকে থেকে ক্ষোভ জাগে অন্তর জুড়ে ।
ভেবেছিলাম যাকে আমি এতখানি বড়
নীচতায় কেন বাস, কেন এত রুঢ়?
দুনিয়াটা বড় নয় খুব বেশী ছোট,
দেখা হবে তোমাতেই জেনে শুধু রাখো।
অভিমানের আর কিছু নাই তো বাকী,
আচরণে বিস্মিত, তাই চেয়ে থাকি।
কারবারে মাথা ঘোরে চোখ গোল গোল
দেখিনি তো মাথা মোটা এত বড় পাগল!


১৩/১০/২০১৭