হাতের কলম ডুকরে কাঁদে
বলে আমায় তোল,
প্রেম দিল না যে অভাজন
আজকে তারে ভোল;
মন কেঁদে কয় চাইছি আমি
ভুলে যেতে তারে,
দুর্মুখোটা এতই খারাপ
ভুলতে দিল নারে।
দুই চোখেতে প্রেম মাখানো
সর্বনাশা এক মুখ,
সব কিছু হয় এলোমেলো
না দেখলে পাই দুখ।
হায়রে কলম আর কেঁদো না
দিও না আমায় শাপ,
পোড়ামুখোর প্রেম বিহনে
লেখায় করো মাফ।
পোড়ামুখো মরবে যেদিন
প্রেম সাগরে ডুবে,
দেখবো খেলা সেদিন আমি
ভারী মজা হবে।