মরার আগেই মরতে যদি
ইচ্ছে কারো হয়,
মরুক ডুবে, মরুক পুড়ে
পাই না তাতে ভয়।


মরার আগে মারতে যাদের
ইচ্ছে ভীষণ জাগে,
বলছি তাদের দূর হয়ে যাও
নিজেই মরার আগে।


মরণ সে তো আসবেই জানি
দু দিন আগে পরে,
কাঁপবো কেন থরথরিয়ে
মিথ্যে ভয়ের তরে?  


উদর ভরা আহার আছে
আছে মজুদ ঘরে,
জুজুবুড়ির ভয়টা যে তাই
আঁকড়ে থাকে পড়ে।


পেটের উপর পাথর বেঁধে
ক্ষুধার সাথে লড়াই,
বাঘ কুমীরও পায় না সাহস
করতে হেথায় বড়াই।


আটকে থাকো ঘরের কোণে
জোরসে দিয়ে খিল,
মরুক গিয়ে ভুখা নাঙ্গা
ছোঁ মেরে নিক চিল।

খেটে খাওয়া মানুষগুলো
উঠলো হঠাৎ ক্ষেপে,
জুজুবুড়ির ভয় দেখালে
ধরবো টুটি চেপে।