চটুল কথার বাতুলতায়
সময় পাখি উড়ে যায়,
কাকের ঘরে কোকিল বসে
ইচ্ছেমতো সুর ছড়ায়।
আপন ঘরে ঠাই মেলে না
পরের ধনে পোদ্দারি,
সামাল সামাল সামাল দিতে
এতো ভারী ঝকমারি।
হাওয়ায় উড়ে মেঘে ভাসে
নাটাই বাঁধন কেটে দেয়,
মুখ থুবড়ে মাটির বুকে
পাঁজর ভেঙ্গে পড়ে রয়।