কি পরিচয়ে রেখে গেলে তুমি
কোন ঘাটে ভেড়াবো নাও?
কি ভাববো নিজেকে আমি?
বিধবা, সধবা? না কি,
দু কূল ভাঙ্গা কোন ঢেউ?
পরিচয়হীন পরিচয় আমার
কেমনে বেড়াবো বয়ে?
যেখানে যাও যতদূরে যাও
অন্তত এটুকু যাও কয়ে।
কিছুই চাওয়ার নেই আর,
দেবারও নেই তোমার;
জেনে রাখো আজও
বিশ্বাসে আমার রেখেছি
শুধুই তোমায়।
কি পরিচয়ে জানবো নিজেকে?
আমি আজ আর কার?
তুমি তো বলেছিলে,
থেকো শুধু আমার।
রেখেছি নিজেরে তোমার-ই করে
অনেক ভীড়ের মাঝে,
ডেকে নিতে তুমি ভুল করো না
কখনো যদি মনে পড়ে।
যাবার বেলায় বলে যাই শুধু
তোমার কাছেই হারিয়েছি
আমার শেষ পরিচয়টুকু,
মানুষ হয়েই থাকবো আমি
জীবনের বাকীটুকু।