ভিখারীর দল ঘ্যান ঘ্যান করে
টিনের থালাটা বাড়িয়ে,
বোঝে না তবু আমার কথা
যতই দিতে চাই তাড়িয়ে।


ফকির মিসকিন ভূখা নাঙ্গারা
সবগুলো যদি মরতো,
তোমার আমার সাজানো বাগান
ফুল ফল দিয়ে ভরতো।


ছোটলোক নয় জাতেও নীচু
জুড়ি নেই শুধু হাত পাতায়,
রাখতে চাই না মানুষের নাম
এদের সাথে এক খাতায়।


মরুক ওরা কুষ্ঠ রোগে
কিংবা মরুক অপঘাতে,
কি আসে যায় তোমার আমার
নাই বা জুটুক ভাত পাতে!