ফুটেছিল বাগানে মোর
হরেক রকম ফুল
ভালবেসে ডাকে আমায়
হৃদয় করে আকুল।
সাদা বেলী, জবা লাল
অভিমানী গোলাপ
অনুযোগে ফুলিয়ে গাল
করতে চায় আলাপ।
চোখের জলে শিউলী বলে
দিলেম তোমায় আড়ি
ছেড়ে মোদের কেন দিলে
দূর দেশে পাড়ি?
ধমকে ওঠে কোণায় থাকা
অশ্রু সিক্ত চেরী
ভুলে গেলে আমায় তুমি
করলে হৃদয় ফেরী!
তুমি বিনে কাটে না
দীর্ঘ এ যামিনী
ক্লান্ত হয়ে গেয়ে ওঠে
শ্বেত শুভ্র কামিনী।
বোঝাবো কেমনে আমি
হৃদয়ের ব্যাথা
নিঃসংগতায় সংগী ছিল
ঝুমকো মাধবীলতা।