বিবি সাহেবের মেজাজ আজ বড় চরমে
আরামে গড়া তার খাসা শরীরখানা
মোমের মতো যাচ্ছে গলে অসহনীয় গরমে!!
বিদ্যুৎ বিভাগের মর্কটগুলো হারিয়েছে কি হুঁশ?
মনে হয় জোটেনি আজ পকেট ভরা ঘুষ!
চলবে না তার এক মুহুর্ত এয়ার-কন্ডিশন বিহনে
চাকর বাকর তটস্থ তাই, বিবি সাহেবের গর্জনে।
কেরাণী নয়, সাহেব নাকি অনেক বড় কর্তা
বিবি সাহেবের মুখে, রোচে না তাই
মামুলী ভাত আর ভর্তা।
স্যান্ডউইচ, মেয়োনেজ আর নাকি পিজা
এ সব ছাড়া বিবি সাহেব পান না কোন মজা।
ব্যাগ ভরে টাকা পেলে বিবি সাহেব ঠান্ডা
উড়াতে পারেন তখন
শান-শওকত আর ফুটানির ঝান্ডা।
মেদ ভরা শরীরে চলা বড় কষ্ট
কেডস পায়ে হনহন, মেদ ভুড়ি যাবে কমে......
বোঝেন না বিবি সাহেব, বৃথা সময় নষ্ট।
রিমোটটা হাতে নিয়ে মোটা গদি সোফাতে
সিরিয়াল ছাড়া আর কিছু নাই তার মাথা তে।
শাড়ী চুড়ি, হাল ফ্যাশন আর নায়িকার চোখের জল
মোবাইল আলাপনে চলছে শুধুই আবোল তাবোল।  
রোগা পটকা বুয়াটা আসে রোজ সকালে
শত পদ চাই তার(বিবি সাহেব) ডাইনিং টেবিলে,
নাস্তার আয়োজনে চলে তোড়জোড়
বিলম্বে বিবি সাহেব বড়ই নাছোড়।
বিবি সাহবের মুখে নাই কোন রুচি
বেশী কিছু চলবে না............
শুধু ডজনখানেক লুচি!
বিবি সাহেব অনাহারে, সারা বাড়ী ব্যস্ত
কোনমতে শেষ করেন চিকেন একটা আস্ত।
তারপরো বিবি সাহেব নেই কিন্তু থেমে
গাড়ী নিয়ে ছুটছেন পার্লার আর  জিমে।
ফিটনেস তার সাথে করে না তো ফিট
বিবি সাহেবের মাথা হয়ে যায় হিট।
দেখে শুনে মুখ টিপে হেসে মরে বুয়াটা
দ্রুত হাতে শেষ করে যত বাটা কাটা।
মনে মনে বলে শুধু-
বিবি সাহেব করো না বৃথা আর চেষ্টা
নড়া চড়া চাইছে তোমার নাদুস নুদুস গতর-টা!!