আজ কোন কবিতা নয়
করবো গালাগালি
খিস্তি খেউড় যা ছিল
তার সব করবো খালি।
লক্ষী দেখেছিস
দেখেছিস স্বরস্বতী
দেখেছিস কি কালী?
রক্ত জবা জিহ্বা আর
আমাবস্যার আঁধার
বিস্ফোরিত নয়নে
করবো সব চুরমার।
লবঙ্গ লতিকা রপে
পেতেছিলাম দুটি হাত
উষ্ণতা আর মমতায়
আসবে নতুন প্রভাত।
নম্রতাকে ভাবলি তুই
হীন দীনরুপে দুর্বল
উন্মাদনার নাচনে দ্যাখ
কি করি তোর হাল্।
আগুন ঝরা নয়ন
আমার, রক্ত ঝরা মুণ্ডু
পাচ্ছে শোভা গলার মালায়
উড়ছে হাওয়ায় কেশ
ধ্বংসের পর ধ্বংস
থাকবে না কোন অবশেষ।