ছিল না বেল্ট কুকুরের মতো
কথা পুরো সত্যি,
জীবন কাটিয়েছি ক্রীতদাস হয়ে
ছাড় পাইনি এক রত্তি।
"ভাল না লাগলে বের হয়ে যাও"
যদিও বলেনি কভু,
চাবুকের জোরে চুপ করাতো
সেজে ছিল ভূয়া প্রভু।
রাতে কেঁদেছি, কেঁদেছি দিনে
হয় কি স্বাধীন মুক্তি বিনে?
বোবার মুখে বুলি ফুটেছে
বাঁচার তাগিদে ছুটে চলেছে।
এসেছে নতুন ভোর,
বাঁধনে বেঁধে থামাবে আমায়
আছে কার এত জোর?