কবিতা চাই গো কবিতা
যেমনি চাইবে ঝুড়ি ভরা
আছে আমার কাছে তা।
চাহিদা তোমার কেমন?
এক সের নাকি এক মণ?
দাম বাপু তেমন বেশী নয়,
সের প্রতি নেবো আমি
মোটে দুই কুড়ি ছয়।
প্রেম নাকি বিরহ বেদনা
দাম তোমার সাধ্যমতোই
নাও তবু কেঁদো না।
জ্বলছে বুঝি বিদ্রোহের আগুন?
অনেক কষ্টে লিখেছি বাপু
দামটা হবে কিন্তু দ্বিগুণ।
চাইছো কি বলতে কিছু
সমাজ বদলের হাওয়ায়?
দামটা যেন কম দিও না
সহজলভ্য হওয়ায়।
শোন বাপু কবি আমি
করি নাকো ধান্দা।
কবিতার বাজারে এখন
চলছে ভীষণ মন্দা!
ইচ্ছে করে মুখ পোড়াদের
দেই ঘষে দেই ঝামা।
বলছি তোদের বাঁচতে হলে
থামা ওদের থামা।
কবিতা কি মুড়কি মোয়া?
বায়না দিলেই যাবে পাওয়া!
কথার সাথে তাল মিলিয়ে
ভাবনার সাথে রং লাগিয়ে
হয় কবিতার জন্ম
যিনি লিখেন তিনিই বোঝেন
কবি মনের মর্ম।