সাত বাড়ী ঘুরে, বস্তিতে ফিরে
ঘরে খুঁজে পায় না,
গেল কোথায় সোয়ামী তার?
ভাবনায় পড়ে যায় ময়না।
বস্তির এ পাড়া আর ও পাড়ায়
শেষে মেলে জুয়ার আখড়ায়।
রিকশা না চালিয়ে
সোয়ামী তার জুয়ার আসর
রেখেছে মাতিয়ে।
রণ রংগিনী ময়না
তর আর সয় না,
ভাতের কপালে তোর আগুন
তালাকের দাবীতে সোচ্চার দ্বিগুণ,
সংসার তোর, থাক পড়ে থাক
চিৎকারে উড়ে যায় সব চিল কাক।
সোয়ামী তার হয়ে ওঠে পুরুষ
তাল জ্ঞান হারিয়ে হয়ে যায় বেহুঁশ।
সব জোর এক করে কসিয়ে
ঘুষিটাকে দেয় মুখে বসিয়ে।
এতদিন ঠ্যাংগাইনি তাই
মাথায় উঠেছিস পেয়ে আশনাই?
বুঝে নেয় ময়না শেষটায়-
ভাত দেবার ভাতার না
কিল মারার গোঁসাই।