যদি তুমি বল-
এক নিমিষেই করে দেবো
রাজার ভাণ্ডার শূন্য।
যদি তুমি বল-
করে দেবো সব ছারখার
না ভেবেই পাপ নাকি পূণ্য।
যদি তুমি বল-
কুটি কুটি করে ছিড়ে দেবো
জীবন কাহিনীর খাতা।
যদি তুমি বল-
পিছু হটবো না
করতে আমি যা তা।
যদি তুমি বল-
যা আছে আমার দেবো
করে সব উজাড়।
যদি তুমি বল-
ভাসাতে তোমায় ভেংগে দেবো
সাগরের  দু পাড়।
যদি তুমি বল-
হিমালয়ের চূড়ায় উঠে
চোখ বুঁজে দেবো ঝাপ।
যদি তুমি বল-
অমৃত ভেবে নেবো
গরলে ভরা তোমার দেয়া কাপ।
যদি তুমি বল-
খুনীকেও আমি করে দেবো
নিঃশর্ত মাফ।
যদি তুমি বল-
কথায় নয়, কাজে দেখতে চাই
আমি শুধু বলবো-
ইট ইজ সো টাফ।