কড়া নেড়ে সালাম দিয়ে দিলাম পরিচয়,
কে? কি চাই?
আপা আমরা, কথা বলার হবে কি সময়?
সময় আছে, কিন্তু.........
আপা মানুষ আমরা ভাল, পাবেন না ভয়।
ও আচ্ছা, বেশ তো বলুন আমি শুনছি
সতর্কতার সাথে দরজার সামান্য ফাঁক
প্রবেশের সুযোগ পাবে না কোন মাছি।
এর ফাঁকেই চলছে আলাপন
কথার মাঝেই জুটে যায় বসার আমন্ত্রণ।
আপনাদের কথা শুনতে লাগছে বেশ ভালো
শুধু কথা নয়, সাথে এনেছি জীবনের আলো।
আচ্ছা আপনারা কারা?
জীবনের কথা বলে, দাঁড়ায় বঞ্চিতের পাশে
আপা আমরা তারা।
এ কি কথা?
"ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়"
এমন বেকুব আছে নাকি এ পাড়ায়?
বেকুব নয় আপা, আমরা মানুষ
ভোগ বিলাসিতায় হারানো যাবে না হুঁশ।
এ মর্ত্যে এসেছি নিয়ে কিছু দায়
প্রভূ ক্ষমা করো আমায়,
কিরূপে বলবো?
কমিটমেন্ট ছিল, প্রভু তোমার
ইন্সট্রাকশন মতোই চলবো।
যখন যাবো ফিরে না ফেরার দেশে
রবো কি তখন আমি আসামীর বেশে?
ঠিক বলেছেন, ভেবে তো দেখিনি
মুক্তির উপায় কি? বলুন এক্ষুনি।
আপা দিন শুরু হোকে দানে
বাড়িয়ে দিন হাতটা বঞ্চিতের পানে।
জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে
সেবা দিতে চাই নিঃস্বার্থ ভালবেসে।