আজ একটা শুয়োরের গল্প বলতে চাই,
শুনতে চাও না?
কেন? শুয়োরটাকে তোমরা ভয় পাও,
নাকি পাও না?
শুয়োর টা দেখতে ঠিক মানুষের মতো
অ-কাম কু-কাম করছে......
ইচ্ছে তার যতো।
কি বললে? আমি দূরাচারী!
শুয়োর টা যে বাঁধিয়েছে
বিরাট মহামারী।
সে না কি সরকারী নেতা?
শুয়োরের বাচ্চা, ছিড়ি তোর খ্যাতা।
সরকার কি তোর রেজিষ্ট্রি করা বাপ?
দায় নিয়েছে বহন করতে তোর যত পাপ?
শুয়োরের বাচ্চা, তোর মুখে থুথু
ক দিন চালাবি এই রামের রাজ্য?
ভেবেছিস, শুয়োরের ভয়ে আমি বুঝি ভীতু?
রাজাকার পা চেটে হয়েছে দেশ প্রেমী
ভাবখানা তোর- "উদ্ধার করেছি আমি"!
মুখোশ তোর খুলে দেবো.........
শুয়োরের বাচ্চা...জাত.নির্লজ্জ।