আলসেমী-টা পেয়ে বসে
সাপ্তাহিক ছুটির অলস দুপুরে,
নির্বিঘ্নে চলাচল আমার এই শরীরে ।
শৃংখলার শৃংখলটা করে দেই আলগা
আরামে হারিয়ে ফেলে সব বাঁধা বলগা।
পাতা বিছানায় নরম বালিশ পেয়ে
শরীর আমার "ভাত ঘুমে" যায় হারিয়ে।
অল্প নয়, শুনেছি কথাটা অনেক
"স্বপ্নে পাওয়া তাবিজ" দূর করে
স্বপ্ন দোষ, ধ্বজ ভংগ
আরো কি কি নাকি হরেক!
ভাত ঘুমে শুরু হয় তোমার আনা গোনা
খুলবো না পোড়া চোখ, না না না।
কত গল্প আর দুষ্টুমীর ইন্টারসিটি
ডাইরেক্ট চলছে, নেই বিরতি।
পাঁচটার ঘণ্টা ডেকে আমায় কয়
"ভাত ঘুমে" পাওয়া কিছু
সত্যি কি হয়?