বাঁশের ঝাড়ে আঁধার রাতে
মিটিমিটি করে জ্বলছে,
নয়ন জুড়িয়ে মনের ভেতরে
শত কোটি কথা বলছে।
আলেয়ার ডাকে গুটি গুটি পায়ে
উঠোনটা যাই পেরিয়ে,
মায়াবিনী ডাক, পিছু ফেরা দায়
এগুতে হয় শুধু ইশারায়,
বাঁশের ঝাড়ের নিকষ কালো
বুকের ভেতর এলোমেলো,
ঝুনিমুনি জ্বলছে দ্যাখো
জোনাকীর আলো।