আজকাল খুব ভালবাসার কথা বলতে ইচ্ছে করে
কিভাবে বলবো আমি, বাস যে মোর বিধবার ঘরে।
সাদা থানে ঢাকা দ্যাখো আমার এ পোড়া অংগ
আঁধারের বুকে কেঁদে মরি, হারিয়ে তোমার সংগ।
সুখ সাধ সব দিয়েছে পাড়ি দূর অচেনা এক দেশে
আসবো না আর ফিরে আমি সেই পুরোনো বেশে।
মাঝে মাঝে উঁকি দেই অচেনা এক ঘরের জানালায়
ভাল লাগে দেখতে তারে কেন বেলা আর অবেলায়?
পোড়া দেহ, পোড়া মন বিষাদের ছায়ায় আচ্ছাদন
টানা-পোড়েনে দিশেহারা, আছে শুধু স্রষ্টায় সমর্পণ।